Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী হলো ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর নয়মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছরপূর্তি পালনের জন্য বাংলাদেশ সরকার কর্তৃৃক ঘোষিত একটি বার্ষিক পরিকল্পনা। সরকার ২৬ মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের ঘোষণা দেয়। তাই স্বাধীনতার ৫০তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে ২০২১ সালকে "সুবর্ণজয়ন্তী" হিসাবে পালন করা হচ্ছে। 

২০০৮ সালের সংসদীয় নির্বাচনে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইস্তেহারের মধ্যে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে "রূপকল্প ২০২১" ঘোষণা করে, যেখানে ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে একটি উন্নয়নশীল, ডিজিটাল ও আধুনিক রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় দেয়া হয়।


প্রকল্পের নাম
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলাধীন শনির হাওরের লালুর গোয়ালা এবং সাহেবনগর স্থানের ডুবন্ত বাঁধের ২.০০ কিমি দৈর্ঘ্যে পাইলট জিওসেল প্রটেকশন।
প্রকল্প শুরু
31/01/2023
শেষের তারিখ
30/06/2024
কাজের বর্ননা

        

১। প্রকল্প পরিচালকের তথ্যঃ

নামঃ মোঃ মামুন হাওলাদার

পদবীঃ নির্বাহী প্রকৌশলী

যোগদান তারিখঃ ১৩/০৭/২০২৩

অফিসের ঠিকানাঃ উত্তর-ষোলঘর, সুনামগঞ্জ

ফোনঃ (০৮৭১) ৬১৫২৮

ই-মেইলঃ xen.bwdb.sunamgonj1@gmail.com

ফ্যাক্স নং: -

সেল নম্বরঃ ০১৭৩১৮০৮৪০৮

জাতীয় পরিচয় পত্র নং:

১৪৬৯২২৭৫০৬

২। প্রকল্পের  এলাকাঃ

বিভাগ

বিভাগওয়ারী  টাকার  পরিমাণ

জেলা

জেলাওয়ারী টাকার  পরিমাণ

উপজেলা/ সিটি কর্পোরেশন

উপজেলা/সিটি কর্পোরেশন ওয়ারী টাকার পরিমাণ

পৌরসভা

সিলেট -৩৮২২.৮৮ লক্ষ


সুনামগঞ্জ-৩৮২২.৮৮ লক্ষ

তাহিরপুর – ২৮০৯.০৩ লক্ষ

জামালগঞ্জ – ৯৩৬.৩৪ লক্ষ

-


 আর্থিক ও অর্থনৈতিকবিশ্লেষণঃ


আর্থিক

অর্থনৈতিক

এনপিভি

-

১১৪৫.০১ লক্ষ টাকা

আইআর আর

-

১৯.৩৫%

বিসিআর

-

১.৩৬ : ১.০০

৪। বছর ভিত্তিক ব্যয় (ডিপিপি অনুসারে) : 

২০২২-২৩

২০২৩-২৪

২০২৪-২৫

২০২৫-২৬

১৭৮১.৫০

২০৪১.৩৮

-

-

ডাউনলোড